ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনশন ভাঙলেন রিজভীসহ বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
অনশন ভাঙলেন রিজভীসহ বিএনপি নেতারা রিজভী আহমেদকে পানি পান করাচ্ছেন খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ জন নেতাকর্মীকে পানি পান করিয়ে অনশন ভাঙালেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয় দফায় ডাকা কর্মসূচির শেষ দিনে অনশন পালন করেন দলটির নেতাকর্মীরা।  পুলিশের নির্দেশে ৩ ঘণ্টা আগেই অনশন ভাঙলো বিএনপি

রাজধানীর প্রেসক্লাবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

 

এদিকে অনুষ্ঠানস্থলে যেতে না পারায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনেই অনশনে বসেন রিজভী আহমেদ ও দলের নেতাকর্মীরা। এরপর বিকেল ৪টা ৫ মিনিটে সেখানে দলের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন নয়াপল্টন কার্যালয়ে এসে তাদের অনশন ভাঙান। প্রথমে রিজভী আহমেদের মুখে পানি তুলে দেন তিনি। এরপর পর্যায়ক্রমে অন্য নেতাকর্মীরা অনশন ভাঙেন।

এর আগে পুলিশের নির্দেশে ৩ ঘণ্টা আগে অনশন কর্মসূচি শেষ করে বিএনপি। বেলা ১২টার দিকে অনশন কর্মসূচি চলাকালে পুলিশের পক্ষ থেকে বন্ধের নির্দেশ এল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১টায় কর্মসূচি শেষ করেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমদের কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত ছিলো। পুলিশের নির্দেশে তা এখনই শেষ করছি। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আহ্বান আপনারা ডিস্টার্ব করবেন না’।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।