তিনি বলেন, আদালত থেকে রায়ের কপি দেওয়া হচ্ছে না বলে বিএনপির আইনজীবীরা যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি গতকাল শুনেছি, রায়ের কপি কখন দেওয়া হবে তা নিয়ে এজলাশে তারা জোরাজুরি করেছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এতিমের টাকা মারে না। তাদের টাকা মেরে বড়লোক হয় না আর লন্ডনে গিয়ে পড়াশুনাও করে না। আমরা এতিমের সঙ্গে থাকি। এতিমরা আমাদের সন্তান।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, মন্ত্রীর ব্যক্তিগত এপিএস অ্যাডভোকেট রাশেদ কায়সার জীবন, কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসআই