শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়ড়া সড়াতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেলিম ওই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এবং কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।
এসআই শামছুল আলম জানান, কয়ড়া সড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশপ্রহরীর পদে চাকরি দেয়ার নাম করে একই গ্রামের নুর ইসলাম নামে এক যুবকের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার নেন সেলিম। কিন্তু তিনি চাকরি দিতে ব্যর্থ হন।
এ কারণে গত সপ্তাহে নুর ইসলাম বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। শুক্রবার দিবাগত রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/