ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে ফুল দিচ্ছেন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতুল্লাহ বুলু, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ প্রভৃতি সহযোগী সংগঠনও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে, সকাল ৮টায় রাজধানীর আজিমপুর গোরস্থানে শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। সেসময় ওলামা দলের নেতা মাওলানা নেসারুল হক শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।  

কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা আজিমপুর মোড়, পলাশী হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হন।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এএম/এইচএ

** ভাষা শহীদদের কবরে বিএনপির ফুলেল শ্রদ্ধা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।