এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আফরোজা বারী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতীক পেয়েছেন।
রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন প্রতীক বরাদ্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের দিনে ত্রুটিজনিত কারণে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৩ই মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটার ১০৯ কেন্দ্রে তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ