ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এবং আগামী দিনে বিএনপির কী কর্মসূচি হবে, সে সব বিষয় নিয়ে বৈঠকে বসেছে দলটির সিনিয়র নেতারা।

শনিবার (০৩ মার্চ) বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্র জানায়, ১২ মার্চের জনসভা, ১০ মার্চের খুলনার জনসভাসহ সব বিভাগীয় শহরে জনসভার বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

পাশাপাশি খালেদা জিয়ার জামিন নিয়েও কথা বলবেন নেতারা। সারাদেশে খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং শেখ হাসিনার দুর্নীতির প্রচারের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়া চলমান গণস্বাক্ষর ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েও কথা বলবেন তারা।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমির খসরু মাহমুদ চৌধুরী,  ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী,  শওকত মাহমুদ, আহমেদ শাহজাহান ওমর,  চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এমএ কাইয়ুম,  মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।