শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বিভাগীয় জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সময়মতো তা জানানো হবে।
বিদেশি বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর যে পরিস্থিতি সেগুলো সম্পর্কে জানাতে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি।
বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, প্রফেসর সুকুমার বড়ুয়া, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাহাবুদ্দিন আহমেদ, আহমেদ আযম খান, আব্দুল আওয়াল মিন্টু, এস এম ফায়েজুল হক, মোহাম্মদ শাহজাহান, আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, জয়নুল আবেদীন ফারুক, রুহুল আলম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সামা ওবায়েদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এএম/আরআর