বুধবার (১৪ মার্চ) দুপুর দুইটার সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে হাজির হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাদাত ওই চার জেএমবি সদস্যের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে দিঘাপতিয়া এলাকায় একটি বাড়ি থেকে হাত বোমা, পেট্রোল, জিহাদী বই, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ওই চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ