রোববার (০১ এপ্রিল) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
পরে সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, এ মামলায় জামিন পাওয়ার পর শামসুজ্জামান দুদুর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
১২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে ফেরার পথে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে রমনা থানা পুলিশ।
এরপর ৮ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
ইএস/এমএ