সোমবার (০২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান বাংলানিউজকে এসব কথা জানান।
তিনি বলেন, হাসপাতালের চারজন চিকিৎসক গতকাল (রোববার) ওনাকে (খালেদা জিয়া) দেখে এসেছি।
অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, খালেদা জিয়া আগে থেকেই এসব রোগের কারণে ওষুধ খেতেন। আগের ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধের নাম ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া রক্তের বেশ কয়েক রকম পরীক্ষা ও এক্সে রে করার জন্য ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খালেদার স্বাস্থ্য পরীক্ষা করলেন ৪ চিকিৎসক
এক প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়ার পরীক্ষাগুলো কোথা থেকে করাবেন এটা কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। ঢামেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান সোহেলী রহমান খালেদাকে ব্যথা কমার কিছু ব্যয়াম দেখিয়ে দিয়েছেন বলেও জানান ডা. শামছুজ্জামান।
রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা।
অর্থোপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান ছাড়াও চিকিৎসক দলে ছিরেন- ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিকেল মেডিসিন)।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এজেডএস/এমএ