ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক পরিষদের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে শো-কজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
তারেক পরিষদের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে শো-কজ

সিরাজগঞ্জ: তারেক পরিষদের নামে দলীয় কাজ করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ এবং যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এ নোটিশে আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, গঠনতন্ত্রের বাইরে তারেক পরিষদের নামে সংগঠনের ব্যানারে কর্মকাণ্ড চালানোয় দলের মধ্য বিভেদ সৃষ্টি হচ্ছে।

এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা জামান নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিএনপির গঠনতন্ত্রের ১৪ ধারায় বলা আছে, যে কোনো পেশাজীবীরা সংগঠিত হয়ে জাতীয়তাবাদী দলের আদর্শের প্রচার করলে সেটি সহযোগী সংগঠন বলে বিবেচিত হবে। এ ধরনের অনেক সংগঠনই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরাও তারেক পরিষদের ব্যানারে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। এতে দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টির সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম। ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ প্রচার করে আসছি। আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। যদি দল মনে করে তারেক পরিষদের সঙ্গে যুক্ত থাকায় দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে আমি এ সংগঠন থেকে বিরত থাকবো।

এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক  মেজর (অব.) মো. হানিফ বলেন, নোটিশটি আমি এখনো হাতে পাইনি। পেলে এ ব্যাপারে ব্যবস্থা নিব।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।