ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চায় না সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চায় না সরকার বক্তব্য রাখছেন মওদুদ আহমদ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চায় না। কারণ তারা মনে করে এ সুযোগ যদি একবার জনগণকে দেওয়া হয় তাহলে তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। 

সোমবার (১১ জুন) দুপুর ১টার দিকে নোয়াখালীতে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।  নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটে নেতা-কর্মীদের সঙ্গে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময়ে পুলিশের বাধা দেওয়ার অভিযোগে এ সংবাদ সম্মেলন করেন মওদুদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি মাইল্ড স্ট্রোক করেছেন অভিযোগ তুলে মওদুদ বলেন, দুই দিন পেরিয়ে গেলেও তাকে এখনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে। তার শরীরের এ অবস্থায় কিছু হলে দায়-দায়িত্ব সরকারের উপর পড়বে। এ দেশের ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না।

মওদুদ আহমদ আরও বলেন, আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আজ আমাকে আমার নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয় না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে নিষেধাজ্ঞা জারি করেন। আমার বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। এসব পুলিশ আবার আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে।

তিনি এসব তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মওদুদ আহমদের সঙ্গে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।