ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমরা কি সাংবিধানিক সঙ্কটে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
আমরা কি সাংবিধানিক সঙ্কটে: ফখরুল

ঢাকা: বিএনপির  সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সপ্তম সংশোধনী বাতিল হয়েছে। এখন আমরা কোথায় আছি? তাহলে আমরা কি সাংবিধানিক সঙ্কটে আছি?’

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক অলিউল্লাহ নোমানের মুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেসকাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



চিত্রপরিচালক চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুপ্রীম কোর্ট বার সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

দেশে সাংবিধানিক সঙ্কট চলছে কি না সে প্রশ্ন তুলে মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশ এখন চরম দু:সময় অতিক্রম করছে। ইতিমধ্যে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। সাংবিধানিকভাবে আমরা এখন কোথায় আছি তা বোঝা মুশকিল। ’

সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ মারা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশকে ট্রানজিট ও বন্দর ব্যবহারের সুবিধা দিয়ে আমরা কি পাচ্ছি?’

দেশে আইনের শাসন চলছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘মির্জা আব্বাস জামিন পাওয়ার পরও মিথ্যা মামলায় আবারও তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সরকার দলীয় সাংসদ শাওনের পিস্তলের গুলিতে মানুষ হত্যার পরও তাকে কিছু বলা হচ্ছে না। ’

সরকারের সব দেশবিরোধী কাজের বিরুদ্ধে ঈদের পর আন্দোলনের ডাক দেওয়া হলে তাতে সকলকে অংশগ্রহণের আহবান জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।