ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আরও দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
আরও দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

ঢাকা: নতুন করে গ্রেপ্তার দেখানো দুটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে ছয়টি মামলাতেই জামিন পেলেন তিনি।



মহাগনর হাকিম কামরুন্নাহার রুমীর আদালতে মিরপুর থানা এবং ইসমাইল হোসেনের আদালতে নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলার জামিন শুনানি হয়। পরে আদালত এ আদেশ দেন।

আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মো. রতন শেখ এ বিষয়টি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন ।

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের আগের দিন বের করা মিছিল থেকে পুলিশের কর্তব্য কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়।

মামলা দুটির একটিতেও মির্জা আব্বাসের নাম ছিল না। শনিবার তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলার বাদী মিনিবাস চালক নুরুল ইসলাম আদালতে এফিডেভিট দিয়ে বলেন, ঘটনাস্থলে তিনি মির্জা আব্বাসকে দেখেননি।

এ বক্তব্যের পর আদালত আব্বাসের জামিন মঞ্জুর করেন।  

এদিন মির্জা আব্বাসের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

২৭ জুন হরতালে পিকেটিং করার সময় মির্জা আব্বাসকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।