ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একসঙ্গে নির্বাচন করবো: কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
একসঙ্গে নির্বাচন করবো: কাদের  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি যে, ১৪ দলীয় মহাজোট একসঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করবে। তবে রাজনীতিতে যেভাবে মেরুকরণ হবে সেভাবে জোটের সমীকরণ হবে।

সোমবার (৫ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে সংলাপের পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি, আইনসম্মতভাবে সংবিধানসম্মত নির্বাচন হবে।

হুমকি-ধামকি দিয়ে সরকারকে সংবিধান থেকে সরানো যাবে না উল্লেখ করে কাদের বলেন, যারা মনে করেন আন্দোলন হুমকি-ধামকি দিয়ে আমাদের আইন থেকে সরানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করেন। তাদের দৌড় কতোটুকু আমাদের জানা আছে।  

‘১০ বছর ধরে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। কই ১০ মিনিটওতো রাস্তায় থাকতে পারেননি। আর মাত্র ৩ দিন আছে। এই সময়ের মধ্যে তারা আন্দোলন করে হুমকি-ধমকি দিয়ে কিছু করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। ’ 

তিনি বলেন, তাদের সম্বল  হল প্রেস ব্রিফিং। মুখের কথা নয় কাজে দেখা যাবে। অন্যদিকে আমরা (সরকার) উন্নয়নে আছি, রাজপথে আছি, রাজনীতিতে আছি ও কর্মসূচিতেও আছি।

গণফোরাম ও বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় সংলাপের সম্ভাবনা প্রসঙ্গে কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। তাদের কথা শুনতে আমরা অধৈর্য হবো না। সামনে সংলাপ তাই এই নিয়ে আগাম কথা বলতে চাই না।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮/আপডেট: ২২১০ ঘণ্টা
এমআইএস/এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।