ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে প্রতীক হাতে প্রচারণায় প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
সিলেটে প্রতীক হাতে প্রচারণায় প্রার্থীরা প্রতীক হাতে পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এসব প্রার্থীদের মধ্যে ৩৯ জন দলীয় প্রতীক এবং স্বতন্ত্র হিসেবে একজন সিংহ প্রতীক নিয়েছেন।

এদিকে, প্রতীক হাতে পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রার্থীদের অনেকে মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নেমেছেন। তাদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

প্রতীক পেয়েই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে যান সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-১ আসনে ধানের শীষে বিএনপির প্রার্থী খন্দকার এ কে আব্দুল মুক্তাদিরসহ অন্য প্রার্থীরা হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।  

সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬৬ প্রার্থী। তাদের মধ্যে বাছাইয়ে ১৫ জন বাদ পড়লেও আপিলে ফিরে আসেন ৬ জন। বৈধ মোট ৫৭ প্রার্থীর মধ্যে ১২ জন মনোনয়ন প্রত্যাহার করেন এবং ৫ জনের মনোনয়নপত্র আপনা-আপনি বাতিল হয়। এতে করে মূল লড়াইয়ে ঠিকে থাকেন ৪০ প্রার্থী।  

প্রত্যাহার শেষে ভোটের মাঠে লড়বেন সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৭ জন, সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৮ জন এবং সিলেট-৬ আসনে ৪ জন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।