ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
রূপগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে একপক্ষ আরেক পক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থনে ছাত্রদল নেতা সোহেল, এমদাদ, মোমেনসহ ১৫ থেকে ২০জন নেতাকর্মী রূপগঞ্জ সদর এলাকার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাতে যান।

তখন এর খবর পেয়ে আওয়ামী লীগ মনোনীত গোলাম দস্তগীর গাজীর সমর্থনে ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিউর রহমান রিপনসহ তার লোকজন তাদের বাধা দিতে আসে।

এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সোহেল, সাগর, এমদাদ, মোমেন, খলিল, আসলাম, মানিক, আলামিন, তোফাজ্জল হোসেন, রফিকুর ইসলাম, পিস্টন রাসেলসহ উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।