শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কোর্টগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিবির আহম্মেদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা রয়েছে।
এর আগে সকালে মুন্সিগঞ্জ সদর থানায় সাইট ইঞ্জিনিয়ার প্রিতম বাদী হয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা ও কলেজ শাখার সভাপতি নিবির আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ছাত্রলীগ সভাপতি নিবির নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার প্রিতমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। শুক্রবার সকালে প্রিতম থানায় মামলা দায়ের করলে দুপুরে পুলিশ নিবিরকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
আরএ