ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনতিবিলম্বে নির্বাচন বাতিলের দাবি কাদের সিদ্দিকীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
অনতিবিলম্বে নির্বাচন বাতিলের দাবি কাদের সিদ্দিকীর বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন কাদের সিদ্দিকী-ছবি-বাংলানিউজ

ঢাকা: অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ভবিষ্যতে এমন কোনো দিন আর আসবে না, যে জনগণের সত্যিকার ভোটে আওয়ামী লীগ কখনও জয়ী হতে পারবে। এরকম দিন আর আওয়ামী লীগ কখনই খুঁজে পাবে না। তাই সরকারের উদ্দেশে বলতে চাই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে দলের বর্ধিত সভা শেষে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক বলেন, আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার পক্ষে না।

কারণ নির্বাচন কমিশন, বিচার বিভাগ তাদের (সরকারের) আজ্ঞাবহ হিসেবে পরিচয় দিয়েছে। তাই ট্রাইব্যুনালে হয়তো তারা বসেই আছে মামলা যথাযথভাবে উপস্থাপন হয়নি, এই বলে খারিজ করে দেবে। এজন্য মামলা করার পক্ষপাতি নই আমরা।  

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কৃষক শ্রমিক জনতা লীগ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তিনি।  

সুলতান মোহাম্মাদ মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে তিনি বলেন, তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখানে তার শপথ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি ভাবতে পারেন যে শপথ নিতে পারেন। কিন্তু জনগণ ভাবতে পারেন না তারা নির্বাচিত এবং শপথ নিতে পারেন। জনগণের বিপক্ষে গেলে।  

জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিতে পারেনি, ওইদিন কোনো ভোট হয়নি। সেজন্য সেই নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচিত হয়নি। তাই তাদের শপথ নেওয়ার কোনো কথা আসে না।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে এই বীর উত্তম বলেন, আমরা বুঝি না যে বিএনপির সদস্যরা সংসদে যাবেন কি যাবেন না তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাথাব্যাথা কেন। আমরা বুঝি না অবৈধ প্রধানমন্ত্রীর কেন মাথাব্যাথা হবে বিএনপি যদি সংসদে না যায়। এ কথা তাকে কেন বলতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।