ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার দেশে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সরকার দেশে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে জাহিদ ফারুক শামীম (ফাইল ছবি)

বরিশাল: বর্তমান সরকার গত ১০ বছরে দেশে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবারও আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার প্রয়োজন ছিল। সেই ধারাই আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছে এই সরকার। দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে। 

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম একথা বলেন।  

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বরিশালের আগৈলঝাড়ায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

যদি এই গ্যাস উত্তোলন করা যায় তবে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস আনতে হবে না।  

তিনি বলেন, আমার স্বপ্ন ছিল, বরিশালে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের স্থান থাকবে না। তা আমি পূরণ করবো। প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশের গ্রাম হবে শহর। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এসএস অজিয়র রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।