সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে পার্টির নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।
এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরশাদ দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান উন্নত চিকিৎসার জন্য।
ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসই/আরবি/