বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিঘাপতিয়া বাজারের পাশের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আহত নিওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিওন সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। হামলাকারী সজিবও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামেরই ভ্যানচালক সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি।
আহত নিওনের ভাই সজল হোসেন নান্টু ও স্থানীয়রা জানান, বুধবার সকালে নিওন মোটরসাইকেলে করে তার কর্মক্ষেত্র নাটোর জজ কোর্টে যাচ্ছিলেন। পথে দিঘাপতিয়া বাজারের পাশে নিওনকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান সজিব।
এসময় নিওনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
এসআই