বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।
তিনি বলেন, আমরা অনেকেই ইতিহাস ভুলে যায় ও বর্তমানকে নিয়ে মশগুল থাকতে পছন্দ করি। একটি রাজনৈতিক দলের সম্মেলনে দলীয় বা রাজনৈতিক সংস্কৃতির সর্বোচ্চ প্রকাশ ঘটে থাকে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো জাতীয় সম্মেলনে এই সংস্কৃতিকে অপরিহার্য অংশ হিসেবে যুক্ত করে না। খুব বেশি হলে অনুষঙ্গ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
ডান-বাম-মধ্য-কোনো দলই যখন এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি, তখন ভাবতে অবাক লাগে, এই বাংলাদেশেই ১৯৫৭ সালের ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইলের কাগমারীতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করেছিলেন।
ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, মহানগর যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হাওলাদার, রেজাউল করিম সোহাগ প্রমুখ।
সভা শুরুর আগে উপস্থিত নেতারা মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএইচ/এএটি