বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর নৈশকালীন ‘ভুয়া’ ভোটের অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রহসন সংঘটিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার ন্যূনতম সুযোগ না থাকায় আসন্ন উপজেলা নির্বাচনে সিপিবি প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ নির্বাচনে সিপিবি কোনো প্রার্থী দেবে না।
নির্বাচনকে সামনে রেখে সিপিবি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করবে। দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট এলাকাসমূহে সভা সমাবেশ করবে। জনগণকে কালো টাকা, পেশিশক্তি, ধর্ম ও প্রশাসনের অপব্যবহার মুক্ত নির্বাচনের সংগ্রামে শামিল করবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএফআই/এসএইচ