মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কড়া নিরাপত্তায় বিএনপি নেতা দুলুকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।
এসময় পুলিশ নাটোর শহরের তেবাড়িয়া এলাকার একটি জোড়া খুন মামলায় পুনঃ গ্রেফতারের আবেদন জানায়।
নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১ জানুয়ারি গণতন্ত্রের বিজয় র্যালি চলাকালে শহরের তেবাড়িয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকার রাকিব ও রায়হান নামে ২ যুবক নিহত হয়।
এ ঘটনায় নিহত রাকিবের ভাই আনজুল বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই জোড়া খুন মামলায় পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুনঃ গ্রেফতারের আবেদন জানান। এসময় বিচারক তাকে গ্রেফতারে দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ১২ ডিসেম্বর বিএনপি নেতা দুলুকে ঢাকা থেকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
আরএ