ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসিনাকে জর্জিয়া-মেসিডোনিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
হাসিনাকে জর্জিয়া-মেসিডোনিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ও পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাখতাদেজ ও মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাখতাদেজ শেখ হাসিনাকে পাঠানো  অভিনন্দনবার্তায় বলেন, বাংলাদেশ ও জর্জিয়া নানা খাতে ইতোমধ্যেই  পারস্পরিক আস্থা অর্জন করেছে।

আগামী দিনগুলোতে দু’দেশ  একযোগে কাজ করে যাবে।

মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও মেসিডোনিয়ার মধ্যে পারস্পারিক আস্থা এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন
বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী টমাস পেট্রিসেক। ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।