ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা কৃষকদলের লোগো

ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ১২ জন যুগ্ম আহ্বায়কসহ ১৩৯ জন সদস্য নিয়ে সর্বমোট ১৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

এই আহ্বায়ক কমিটি তিন (তিন) মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির অন্যরা হলেন- অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু যুগ্ম আহ্বায়ক, তকদির হোসেন মো. জসিম যুগ্ম আহ্বায়ক, মো. তোফাজ্জল হোসেন যুগ্ম আহ্বায়ক, এম এ তাহের যুগ্ম-আহ্বায়ক, সৈয়দ মেহেদী আহমেদ রুমী যুগ্ম আহ্বায়ক, একেএম মোয়াজ্জেম হোসেন যুগ্ম আহ্বায়ক।
 
(পূর্ণাঙ্গ তালিকার পিডিএফ দেওয়া হলো)
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।