ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্বীপ-হাতিয়া উপজেলায় বিনা ভোটে নির্বাচিত যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
দ্বীপ-হাতিয়া উপজেলায় বিনা ভোটে নির্বাচিত যারা দ্বীপ-হাতিয়া উপজেলা বিনা ভোটে নির্বাচিতরা

নোয়াখালী: দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার মধ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা ও হাতিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ লিটন ও ভাইস চেয়ারম্যান পদে ওবায়দ উল্যাহ বিপ্লব ও মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এ নিয়ে চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ ও ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

বুধবাব (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল হোসেন বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল হোসেন বাংলানিউজকে জানান, শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার না করায় তিন পদে কেবল একজন করে প্রার্থী থাকায় নির্বাচনী আইন অনুযায়ী তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। গত ১৮ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র তিনজন প্রার্থীই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ হয়। বুধবার ২৭ ফেব্রুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।