সোমবার (০৪ মার্চ) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মণ্ডলের আদালতে জামিন পান তিনি।
লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি (মঙ্গলবার) বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ মামলায় ইতোপূর্বে ২২ জন আসামিকে জামিন দেন আদালত। তবে এ মামলার হুকুমের আসামি আসাদুল হাবিব দুলু হাইকোর্টে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে দুলু ও প্রভাত চন্দ্র জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
** লালমনিরহাটে আ’লীগ অফিস ভাঙচুর, ২৭ জনের বিরুদ্ধে মামলা
** লালমনিরহাটে আ’লীগ অফিসে হামলা-ভাঙচুর, আটক ২
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসআরএস