ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শপথ নিয়েই সংসদ অধিবেশনে মনসুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
শপথ নিয়েই সংসদ অধিবেশনে মনসুর সুলতান মুহাম্মদ মনসুর আহমদ/ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন থেকে: শপথ নিয়েই সংসদের অধিবেশনে যোগ দিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

বৃহস্পতিবার (৭ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। বিরোধী দলের সদস্যদের পাশে দ্বিতীয় সারিতে তার আসন নির্ধারিত হয়েছে।

 

সুলতান মুহাম্মদ মনসুর আহমদ এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর আহমদ মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।

তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।  নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সদস্যদের শপথ না নেয়। গত ৩ জানুয়ারি সংসদদের শপথ অনুষ্ঠিত হয়। এর কিছু দিন পর শপথ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান সুলতান মনসুর। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ৭ মার্চ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক সুলতান মনসুর দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯ 
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।