বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে আতাত করে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন জিয়াউর রহমান।
তিনি বলেন, ‘তারা ৭ মার্চ মানে না। মুজিবনগর দিবস পালন করে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান। আজীবন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই ক্ষমতায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। ’
স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
টিএম/এসএ/আরআইএস