ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিরিরবন্দরে জামায়াতের সাবেক আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
চিরিরবন্দরে জামায়াতের সাবেক আমির গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা মামলার পলাতক আসামি জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আফতাব ওই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলার রানীরবন্দরে দশম জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।  

বিকেল সাড়ে ৫টায় আদালতের মাধ্যমে জামায়াতের এ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।