ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্ত্রীসহ ওমরাহ করতে গেলেন মেনন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
স্ত্রীসহ ওমরাহ করতে গেলেন মেনন রাশেদ খান মেনন ও লুত্‌ফুন্নেসা খান

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সংসদ সদস্য রাশেদ খান মেনন সস্ত্রীক ওমরাহ করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ওয়ার্কার্স পার্টির দলীয় অফিস সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুত্‌ফুন্নেসা খান ওমরাহ করতে গেছেন।

বুধবার রাতে বাংলাদেশ বিমানের (বিজি ০৩৫) ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ হজ শেষে আগামী ১১ এপ্রিল ঢাকা ফিরবেন তারা।

বাম রাজনীতিবিদ রাশেদ খান মেননের বিরুদ্ধে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ এনেছে হেফাজতে ইসলাম। তবে সেই অভিযোগের মধ্যেই তিনি ওমরাহ করতে সৌদি আরব গেলেন। মেননের স্ত্রী লুত্‌ফুন্নেসা খান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯ 
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।