ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাঁতী লীগের সাংগঠনিক টিমের দায়িত্ব পেলেন হারুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
তাঁতী লীগের সাংগঠনিক টিমের দায়িত্ব পেলেন হারুন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের সাংগঠনিক টিম সুরমার দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জিএম হারুন অর রশিদ। তিনি শাকসুর প্রথম নির্বাচিত জিএস। 

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বাংলানিউজকে হারুন অর রশিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ মার্চ তাঁতী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব দেয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন হারুন। পরবর্তীতে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।  

জিএম হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তিনি আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, তা যাতে যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই। তিনি তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ধন্যবাদ জানান।  

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।