ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মসিকে ‘নৌকার মাঝি’ টিটু, খুশি নেতা-কর্মীরা 

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
মসিকে ‘নৌকার মাঝি’ টিটু, খুশি নেতা-কর্মীরা  মো. ইকরামুল হক টিটু

ময়মনসিংহ: নানা জল্পনা শেষে মো. ইকরামুল হক টিটুকেই আগামী ৫ মে অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলটির হাইকমান্ড। ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়রকে এই মনোনয়ন দেওয়ায় খুশি দলটির জেলা ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা।

মনোনয়ন প্রক্রিয়ায় দলীয় নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষায় প্রতিফলন হওয়ায় তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন, গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী হিসেবেই ইকরামুল হক টিটুকে মনোনয়ন দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

বিএনপি ভোটে না থাকলেও নৌকা প্রতীক নিয়ে ‘গণজোয়ার’ তৈরি করতে ইকরামুল হক টিটুর সক্ষমতা রয়েছে।  

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভায় ইকরামুল হক টিটুকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর রাতে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাংলানিউজের কাছে তাদের প্রতিক্রিয়া জানান।  

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বাংলানিউজকে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেন। আবারও তিনি এটা প্রমাণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসী তার এই সিদ্ধান্তের মূল্যায়ন করবে। ’ 

একই রকম কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলও। তিনি বলেন, ‘নেত্রী নেতা-কর্মীদের স্পন্দন অনুভব করেন। তার ঐতিহাসিক এই সিদ্ধান্তে ময়মনসিংহ আওয়ামী লীগ পরিবার উচ্ছ্বসিত। ’ 

টিটুকে মনোনয়নের খবর নগরে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। একইসঙ্গে মডেল ময়মনসিংহ গড়তে নৌকার প্রার্থীকে ভোটে জয়ী করতে নগরবাসীর প্রতি আহবান জানান।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ময়মনসিংহকে মডেল সিটি করপোরেশন হিসেবে রূপান্তর করতে আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটুর বিকল্প নেই। আমরা দলীয় সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী ৫ মে তাকে ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র পদে বিজয়ী করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দেবো। ’

ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ শওকত ওসমান লিটন বাংলানিউজকে বলেন, ‘গত সাড়ে ৯ বছরে ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে ইকরামুল হক টিটু কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি ‘সুন্দর ও পরিচ্ছন্ন ময়মনসিংহ’ ভিশন নিয়ে উন্নয়ন ও অগ্রগতির সোপানে নিয়ে যান নগরীকে। পৌরসভার নাগরিকদের সঙ্গে স্থাপন করেন ‘ওয়ান টু ওয়ান’ রিলেশন’। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের পাশাপাশি সাংগঠনিক ভিত্তিকেও মজবুত করতে নিরলস পরিশ্রম করেন। সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের কারণে দলমত নির্বিশেষে তিনি জনপ্রিয়। ’  

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল বাংলানিউজকে বলেন, ‘এখানকার বাসিন্দাদের ২৪ ঘণ্টা সেবা দেওয়ার মতো মানসিকতার প্রমাণ বারবার দিয়েছেন ইকরামুল হক টিটু। যোগ্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী তাকে বেছে নেওয়ায় আমরা মহাখুশি। ’ 

মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক মো. ইকরামুল হক টিটুও। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের এই সহ-সভাপতি বাংলানিউজকে বলেন, ‘আমি নেত্রীর প্রতি প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাকে দলীয় প্রার্থী করেছেন। আমি যদি নির্বাচিত হই, অবশ্যই প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমি ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি অতীতের মতোই তারা ভবিষ্যতেও আমার পাশে থাকবেন। ’  

গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল মোতাবেক, ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। মোট ১৩০টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।