বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনায় কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার দিনগত রাত ৮টা ২০ মিনিটে একটি নম্বর (০১৩০৬৯৮২০৩৭) থেকে তার ব্যবহৃত মোবাইলে কল আসে।
পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ওই ব্যক্তির প্রকৃত পরিচয় জানার চেষ্টা করলে কলটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসককে জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।
এর আগে ২০১৬ সালেও একবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এএ