ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার প্যারোলের খবর ভিত্তিহীন: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
খালেদার প্যারোলের খবর ভিত্তিহীন: ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে। আজকে একটি ইংরেজি পত্রিকা দিন তারিখসহ দিয়ে দিয়েছে যে, কবে কখন কিভাবে খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে যাচ্ছেন। এ বিষয়ে তারা আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি, এটা বেজলেস। তারপরও তারা বিষয়টি লিখেছে। ’

তিনি অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে একটা শ্রেণী গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছে। যারা শাসকগোষ্ঠীর ইচ্ছেমতো সমাজ নির্মাণে সহায়তা করছে। এমন একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে। সাংবাদিকদের একটা শ্রেণী ভালো আছেন। তবে বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই। তারা ভালো নেই।

নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ অবস্থায় চলে গেছে। জনগণ বিপদের সময় যাদের কাছে যাবে, সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে, তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছে। সুতরাং তাদের সরকার কিছু বলতে পারছে না। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ’

ভূ রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পরাজিত হচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেখানে ফ্যাসিবাদ জায়গা দখল করছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে, যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না। ’

উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ‘এটা একক লড়াই নয়, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দেশেকে স্বাধীন করেছিলাম, তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দেশ ও গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা আর একবার ঐক্যবদ্ধ হই। ’
 
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, সাংবাদিক নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সভাপতি আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, মুনসী আব্দুল মান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফানুল হক নাহিদ।
 
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।