শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার এর আগে প্রাকৃতিক দুর্যোগে আগাম প্রস্তুতি নেয়নি। তাই পাহাড় এবং হাওরে মানুষের ক্ষতি হয়েছে। সেজন্য ঘূর্ণিঝড় ‘ফণী’তে বরিশাল, খুলনা সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে যেন ক্ষতি না হয়, সেজন্য আমরা আগাম প্রস্তুতির কথা বলছি।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কথিত একটি অডিও যেটা ভাইরাল হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘বিচার বিভাগ এ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ সরকারের সমালোচনা করলে তাকে হয় গুম হতে হয়, নয় কারাগারে থাকতে হয়। ’
অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। জামিনযোগ্য মামলা হলেও অন্য আসামিরা জামিন পেলেও সরকারের নির্দেশে তাকে জামিন দেওয়া হচ্ছে না।
মানববন্ধন শেষে একটি মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেবা আমিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় তারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
** ফণী মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান রিজভীর
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএইচ/আরবি/