শুক্রবার (৩ মে) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
হানিফ বলেন, দুর্যোগ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত ১০ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ফণী’ মোকাবিলায় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দুর্গতদের পাশে থাকবেন বলেও জানান তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে জানিয়ে হানিফ বলেন, প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সমন্বয় করে মনিটরিং করা হচ্ছে।
লন্ডন সফররত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণী’র বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রশাসনের পাশাপাশি দলের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ঘূর্ণিঝড় ‘ফণী’র ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে আল্লাহর কাছে দেশবাসীকে দোয়া চাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী, সে কথাও উল্লেখ করেন হানিফ।
ঘূর্ণিঝড় ‘ফণী’র সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে উচ্চপর্যায়ে আওয়ামী লীগের মনিটরিং কমিটি এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বিভাগীয় পর্যায়ে তিনটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।
দলীয়ভাবে মেডিকেল টিম ও ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা প্রতিটি ক্ষেত্রে নোংরা রাজনীতি করছে। সবকিছুতে নোংরা রাজনীতি করবেন না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শুধু বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে, লোক দেখানো কার্যক্রম না করে, জনগণের পাশে দাঁড়ান। জনগণের জন্য কাজ করুন।
সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা করায় বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, নিজেদের চেহারা আয়নায় দেখুন। ১৯৯১ সালের কথা একবার স্মরণ করুন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমইউএম/এসকে/আরবি/