ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ৬, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতীকী অনশন প্রতীকী অনশনে বরিশাল মহানগর বিএনপির নেতারা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

সোমবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, দফতর সম্পাদক সাহেদ আকন সম্রাট, নারী নেত্রী শরীফ তাসলিমা কামাল পলি, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য রোজার ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আজিজ রহিমের নেতৃত্বে বিএনপির চিকিৎসক নেতারা পানি পান করিয়ে সবার অনশন ভাঙান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।