ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা উপকূলীয় উপজেলা পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রাম পরিদর্শন শেষে সোমবার (৬ মে) দুপুরে দক্ষিণ চরদুয়ানী বান্ধাঘাটা এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচকদের উদ্দেশ্য করে আমু বলেন, ১৯৯১ সালে যারা ক্ষমতায় ছিলেন তখন একটা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় হয়েছিল।
পথসভায় স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে আমির হোসেন আমু বলেন, এখন আপনারা আশ্রয় কেন্দ্র চান কেন? আপনাদের এমপি এতো দিন কি করেছে। তারা আশ্রয় কেন্দ্র দেয়নি কেন?
৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির মুখে আমু বলেন, এটি একটি আইন। আইন সবার জন্য সমান। আপনাদের দাবিটি সরকারের কাছে উপস্থাপন করবো।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন এবং ৩১৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা, জেলা প্রশাসক কবির মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসএইচ