ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জনপ্রিয়তা যাচাইয়ে জনমত জরিপ করুন: সরকারকে দেলোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
জনপ্রিয়তা যাচাইয়ে জনমত জরিপ করুন: সরকারকে দেলোয়ার

ঢাকা: সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ে জনমত জরিপের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।



খোন্দকার দেলোয়ার বলেন, ‘জনগণ রাজনীতিতে জিয়ার আদর্শ গ্রহণ করেছে। বর্জন করেছে আওয়মী লীগের রাজনীতি। ফলে তাদের (আওয়ামী লীগের) জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে। যদি সাহস থাকে তাহলে জনপ্রিয়তা যাচাইয়ে তারা (সরকার) জনমত গ্রহণ করুক। ’

জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে জনগণ রুখে দাঁড়াতে পারে। তাই সরকার আতঙ্কিত হয়ে জনগণের ভরসার স্থল জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। ’

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন (ঢাকা বিভাগ), এম ইলিয়াস আলী (সিলেট বিভাগ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে তারেক রহমানের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল শুক্রবার সারাদেশে র‌্যালি আয়োজন করবে বলে ঘোষণা দেন সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।