এ বিষয়ে বিকল্পধারার দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম সোমবার (১৩ মে) বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ১২ মে বিকেল ৫টা থেকে ১৩ মে সকাল ১০টার মধ্যে রাজধানীর মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর অফিসে এ চুরির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে ওয়াসিম আরো জানান, গত ১২ মে বিকেল ৫টা থেকে ১৩ মে সকাল ১০টার মধ্যে যে কোনো সময় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে মাহী বি চৌধুরীর অফিসের মূল দরজার তালা ভেঙে কে বা কারা অফিসে ঢুকে গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলামের ব্যবহৃত কম্পিউটারের মাদার বোর্ড, প্রসেসর, হার্ডডিস্ক, র্যাম ইত্যাদি এবং মাহী বি চৌধুরীর কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল প্যানেল ডিভিআর মেশিনের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
অভিযোগে তিনি জানান, তার ব্যবহৃত ওই কম্পিউটারের হার্ডডিস্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক গবেষণার দলিলপত্র সংরক্ষিত ছিল।
তিনি বলেন, ওই রুমের প্রতিটি লকার ভাঙা হয়েছে। তবে লকারগুলোতে কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। অফিসের আর কোনো জিনিস চুরি হয়নি।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএইচ/এএ