ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়দানে না থাকায় বিএনপি-জামায়াতকে নিয়ে নাসিমের ভয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ময়দানে না থাকায় বিএনপি-জামায়াতকে নিয়ে নাসিমের ভয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ফাইল ফটো

ঢাকা: রাজপথে, রাজনীতির ময়দানে সক্রিয় না থাকায় বিএনপি-জামায়াতকে নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।  

নাসিম বলেন, ‘আল্লাহর রহমতে জনগণের সমর্থনে দীর্ঘদিন ক্ষমতায় আছি।

মনে রাখতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত যখন ব্যর্থ হয় তখনই কিন্তু গভীর ষড়যন্ত্র হয় মনে রাখবেন। আজকে আমরা আশস্ত হতাম যদি বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকতো। ’ 

‘ভয়টা ওখানেই যে বিএনপি আজকে চিহ্ন-ভিন্ন হয়ে গেছে। তার জোট আজকে চিহ্ন-ভিন্ন হয়ে গেছে। এখন রাজপথে সক্রিয় না, এখানেই ভয়। ’

তিনি বলেন, ‘যখন তারা রাজপথে ব্যর্থ হয়, নির্বাচনে যখন বিপর্যস্ত হয় মনে রাখবেন তখন গভীর ষড়যন্ত্র হয় রাজনীতিতে। ’

 ‘বিএনপি জামায়াতকে নিয়ে ভয় ওখানেই- যদি তারা রাজনীতিতে সক্রিয় থাকতো, রাজপথে আন্দোলন করতো, অথবা মাঠে ময়দানে সক্রিয় থাকতো তখন ভয় হতো না। অন্য রাজনৈতিক দলের মতো আমরা ভয় পেতাম না, কিন্তু যেহেতু তারা রাজপথে পর্যদুস্ত হয়ে গেছে, নির্বাচনী মাঠে তারা পরাজিত হয়ে গেছে। এখন তারা ওই ১৫ আগস্টের মতো কোনো ঘটনা ঘটায় কি-না, চিন্তাটা মাথায় রাখতে হবে, সর্তক থাকতে হবে। ’ 

‘ক্ষমতায় আছি এই ভেবে অসর্তক না হওয়ার’ পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘‘আমরা ক্ষমতায় আসীন হয়ে- যদি মনে করি নিরাপদ আছি ঠিক নয়। আওয়ামী লীগের ইতিহাস হলো, ক্যু’র মাধ্যমে, হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আসতে দেয়া হয়নি, অথবা ক্ষমতা থেকে সরানো হয়েছে। ’’

‘একটি কথা স্মরণ রাখতে হবে- আওয়ামী লীগ কোনোদিনই জনগণের দ্বারা ক্ষমতাচ্যুত হয়নি। আওয়ামী লীগ চিরদিন হত্যা চক্রান্তের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছে। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।