শুক্রবার (২৪ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে কথা বলেন।
ভারতের গণতন্ত্র সফল হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, ভারতের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতন্ত্রকে তারা আরো শক্তিশালী করেছে, এটা সবেচেয়ে ভালো দিক।
‘ভারতের জনগণ নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন। তিনি জনগণের ভোটে জয়লাভ করেছেন। ’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার অথবা শনিবারের (২৫ মে) মধ্যে ভারতীয় হাই-কমিশনের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভিনন্দন বার্তা চলে যাবে।
আমির খসরু বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে ভারত-বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি পাবে। দু’দেশ ও দু’দেশের জনগণের মধ্যে পরস্পরের সহযোগিতা ও পরস্পরের প্রতি সম্মানজনক অবস্থান থেকে সম্পর্ক গড়ে উঠবে। বিশেষ করে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএইচ/আরবি/