ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ৩, ২০১৯
আ’লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়: তোফায়েল দুস্থদের হাতে ঈদবস্ত্র তুলে দিচ্ছিন তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা সদর আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি এলে হয় লুটপাট। 

তিনি বলেন, বিএনপির আমলে নদী ভাঙনরোধে টাকা এলেও কাজ হয়নি। ভোলার নদী ভাঙনরোধে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমদোনের অপেক্ষায় রয়েছে।

এটি পাস হলে ভোলা স্থায়ীভাবে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। মেঘনার পাড়ে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র।  

সোমবার (৪ জুন) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণে বিদেশি অর্থায়নের জন্য বিভিন্ন দেশকে চিঠি দেওয়া হয়েছে। অর্থ সংগ্রহ হলেই স্বপ্নের এ সেতুর কাজ শুরু হবে। এটি হলে অল্প সময়ের মধ্যেই সড়ক পথে বরিশাল হয়ে ঢাকা যাওয়া যাবে।

গ্রামে গ্রামে এখন আর অভাব নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের জন্য চাল বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমের ফলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।