ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অলির বাসায় চীনা রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
অলির বাসায় চীনা রাষ্ট্রদূত কর্নেল অব. অলি আহমদ ও চীনা রাষ্ট্রদূত জাং জু

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমদের বাসায় বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। 

রোববার (০৯ জুন) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এ বৈঠক হয়।  

এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলানিউজকে জানান, রোববার রাত ৮টার দিকে দলীয় সভাপতি কর্নেল অলি আহমদের মহাখালীর বাসায় এসেছিলেন চীনা রাষ্ট্রদূত জাং জু।

তিনি অলি আহমদের বাসায় নৈশভোজের দাওয়াতে এসেছিলেন। তবে অন্য কোনো বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে কি-না তা বলতে পারবো না।  

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দু’জন কর্মকর্তাও ছিলেন বলে জানান  সেলিম।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।