শনিবার (১৫ জুন) দুপুরে গণসংহতি আন্দোলনের হাতির পুল কার্যালয়ে বাজেট বিষয়ে লিখিত সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপিতে একথা জানানো হয়।
জোনায়েদ সাকি আরও বলেন, এই বাজেট জবাবদিহিতাহীন বাজেট। প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনর্গঠনে নতুন কোনো উদ্যোগ নেই, নেই ব্যাংক খাত, কৃষিখাতসহ বিভিন্নখাতের বিপর্যয় ঠেকানোর প্রস্তাব। কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে কোনো নীতি গৃহীত হয় নি এই বাজেটে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোনায়েদ সাকি। সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, অপরাজিতা চন্দন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
আরকেআর/এসআইএস