সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন।
তাদের দাবি গুলো হলো- এক. বয়সের সুনির্দিষ্ট সীমারেখা না রেখে ছাত্রদলের কমিটি গঠনের চিরাচরিত ঐতিহ্যকে অনুসরণ করে একটি ধারাবাহিক কমিটি আগামী ১ জানুয়ারি পর্যন্ত মেয়াদ দিয়ে গঠনের করতে হবে।
আন্দোলনরত বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মামুন বিল্লাহ বাংলানিউজকে বলেন, আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছি। রোববার (১৬ জুন) দুই ঘণ্টা প্রতীকী অনশন করেছি। এর আগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত কয়েকজন নেতাকে বিএনপির নেতারা গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে দীর্ঘসময় সভা করে বলেছিলেন আমাদের দাবিগুলো নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিছুই জানায়নি।
এর আগে, মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এমএইচ/আরআইএস/