মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১২টার দিকে হাজারো নেতাকর্মীর একটি মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন তারা। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে আসলে কাউন্সিলের দাবিতে স্লোগানরত ছাত্রদল নেতারা দৌড়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। কাউন্সিলের পক্ষের ছাত্র নেতারা বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, দলের একটা সিদ্ধান্ত আসছে, আশা করি সবাই এটা বিবেচনা করে কাজ করবে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন, আশা করি পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের ছোট ভাইরা আমাদের যেকোনোভাবে সহযোগিতা করবে।
সোমবার (২৪ জুন) বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছিল। পরে দুপুর দেড়টার দিকে তারা নয়াপল্টন ছেড়ে যাওয়ার সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এমএইচ/আরআইএস/